|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
কচুয়ার শ্রীরামপুর মাদ্রাসার বার্ষিক ক্রিড়াঅনুষ্ঠান ও পুরুস্কার বিতরন অনুুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৩ জুন, ২০২৪
কচুয়া উপজেলার শ্রীরামপুর মোহাম্মদীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার বার্ষিক ক্রিড়ানুষ্টান ও পুরুস্কার বিতরনী অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে । ৩ জুন সোমবার সকালে মাদ্রাসার মিলনায়তনে প্রতিষ্টানের পরিচালনা পরিষদের সভাপতি নাসির উদ্দিন প্রধানের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক মাওলানা কবির হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযুদ্ধা আনোয়ার হোসেন সিকদার। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্টানের অধ্যক্ষ মাওলানা নুরুল আলম মজুমদার। অনুষ্ঠানে উপজেলা কৃষক লীগের সভাপতি দেওয়ান ওয়াহিদুর রহমান, ভাইস প্যান্সিপ্যাল মাওলানা মোঃ মনির হোসেন, অভিভাবক সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক আফাজ উদ্দিন মানিক, মাদ্রাসার ভুমিদাতার বড় সন্তান মিজান বকাউল, মোঃ সোহেল বকাউল, বা”চ্চু বকাউল, মোঃ সোহাগ, মোঃ সিরাজ ভুইয়া ও আবদুল আউয়ালসহ অনেকে বক্তব্য রাখেন। প্রকাশ- মাদ্রাসায় ৯৬ শতাংশ ভুমি দানকারী উক্ত মাদ্রাসার সহকারী শিক্ষক মরহুম মৌলভী ইদ্রিস বকাউলের সুযোগ্য শ্রেষ্ট সন্তান মনিরুজ্জামান বকাউল প্রতি বছর ১ম শ্রেণী থেকে আলিম শ্রেণী পর্যন্ত মেধা তালিকার রোল নং ১,২ ও ৩, প্রতি শ্রেণীর ৩ জন করে মোট প্রায় ৪০ জনকে নিজ খরচে শিক্ষা সামগ্রী প্রদান করে আসছেন এবং এ বছরও তা প্রদান করা হয়েছে।। আলোচনা সভা শেষে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে মুল্যবান পুরুস্কার বিতরন করা হয়।
ছবি - শ্রীরামপুর মোহাম্মদীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার বার্ষিক ক্রিড়ানুষ্ঠানে অতিথিবৃন্দগণ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.