|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
জনগণের টাকা আত্মসাৎ করেন ৪নং ওয়ার্ডের সভাপতি আনিসুল হক
প্রকাশের তারিখঃ ২ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা ধরমন্ডল ইউনিয়নে জনগণের টাকা আত্মসাৎ করেন আওয়ামী লীগ নেতা আনিসুল হক, মাধবপুর থানা অবস্থিত দরগাহ গেইট হতে মুক্তি সরক আছে, মুক্তি সরক টি মাধবপুর থানা অবস্থিত দরগাহ গেইট হইতে, লাখাই থানা অবস্থিত মোরাকর হয়ে ঢাকা সিলেট ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড পর্যন্ত সংযোগ রয়েছে
ধরমন্ডল ইউনিয়ন মুক্তি সরক মাঝ বরাবর থেকে একটি রাস্তা উত্তর ধিকে গিয়েছে এই রাস্তা টি সরকারি অনুধানে সম্পুর্ণ হয়নি, সরকটি না পুরোপুরি না হওয়া কারনে এলাকার মানুষ একটি সিদ্ধান্ত নেয় সরকটি নিজেরাই করার জন্য, এই রাস্তা টি দিয়ে এলাকার সাধারাণ মানুষ হাট বাজার ও কৃষি কাজে ব্যবহার করেন। রাস্তাটি পুকুরের মাছ বিক্রির টাকা দিয়ে করার সিদ্ধান্ত নেয় এলাকাবাসী, রাস্তাটি করার জন্য দায়িত্ব দেওয়া হয় এলাকার সরদার মুরুব্বি হিসেবে যুবলীগ নেতা আনিসুল হক আনিস কে। মাছের টাকা অর্ধেক খরছ করে অর্ধেক রাস্তা করে দেওয়া হয়, এতে ভুক্তভোগী রা আরো বেশি ভুগান্তি তে রয়েছে, যাওয়া যায় না বাজারে,যাওয়া যায় না বন্দে, নেওয়া যায় না কোনো রোগী কে, একটু বিষ্টি হলে মানুষ বাড়ি থেকে বের হতে পারে না। কি করবে মানুষ, এভাবেই চলছ সাধারন মানুষের জীবন জাপন।
রাস্তা টি মুক্তি সরক হয়ে কাজীবাড়ি দিয়ে সওদাগর বাড়ি পাশে দিয়ে চারটি রাস্তা চার ধিকে যায় উত্তর ধিকে দুইটি রাস্তা, দুইটি রাস্তার একি অবস্তা,সওদাগর বাড়ির পুর্ব ধিকে এই রাস্তা টি গিয়েছে উত্তর ধিকে। রাস্তার টাকা আত্মসাৎ করার জন্য এলাকার জনমানুষ সঠিক বিচারের দাবী জানিয়ে উপজেলা জনপ্রতিনিধি কে আহবান করেছে রাস্তা টি সরকারি অনুধানে করে দেওয়ার জন্য।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.