|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন এমপি মামুন
প্রকাশের তারিখঃ ১ জুন, ২০২৪
চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ জুন) সকালে স্বাস্থ্য ভবন চট্টগ্রাম বিভাগ ও সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ আয়োজনে উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের হোসাইনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উক্ত ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। স্বাস্থ্য চট্টগ্রাম বিভাগীয় ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ ইফতেখার আহমেদ এর সভাপতিত্বে ও সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর উদ্দিন রাশেদ এর সঞ্চালনায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস এম আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী রাজু, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী গোলাম মহিউদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার বিউটি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের বাবলু, ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন আজীজ, দৈনিক কালের কন্ঠ পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি সৌমিত্র চক্রবর্তী, দৈনিক সমকাল পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি সেকান্দর হোসাইন সহ প্রমুখ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.