|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
মতলব উত্তরে ডোবায় পড়ে শিশুর মৃত্যু
প্রকাশের তারিখঃ ১ জুন, ২০২৪
চাঁদপুর জেলার মতলব উত্তরে ডোবায় পরে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
৩১ মে শুক্রবার বিকেলে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আদিবা। সে ছোট লক্ষ্মীপুর গ্রামের কৃষক আব্দুল হাই প্রধানের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুরে শিশু আদিবা খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে ডোবায় পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনেরা খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের ডোবা থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে মতলব দক্ষিণ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আদিবাকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করে এসেছে। অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.