|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
সাভারে ট্রাকচাপায় মোটরসাইকেলের চালক নিহত
প্রকাশের তারিখঃ ৩১ মে, ২০২৪
সাভারে ট্রাকচাপায় এক মোটরসাইকেলের চালক নিহত এবং আরও একজন আহত হয়েছেন। পরে এ ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
৩০ মে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের নিউমার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহত ব্যক্তি ও আহত মোটরসাইকেল আরোহীর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে দুই যুবক ঢাকার দিকে যাচ্ছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের নিউমার্কেটের সামনে পৌঁছলে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আইয়ুব আলী বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.