|| ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি
রাজারহাটে’ বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৪’ উদযাপিত
প্রকাশের তারিখঃ ৩১ মে, ২০২৪
'তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি'–এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে উদযাপিত হয়েছে 'বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৪।
শুক্রবার (৩১শে মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা মিলিত হয়। সভাপতিত্ব করেন, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খাদিজা বেগম উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মশিউর রহমান মন্ডলের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্হ্য ও প.প.কর্মকর্তা ডা.মো.মিজানুর রহমান, ওসি তদন্ত মো.ওয়াহেদ আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হৈমন্তী রাণী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উজ্বল কুমার রায় ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ
আলোচনা সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা গণ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.