|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৩১ মে, ২০২৪
কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রকৃতি ও পরিবেশ বিষয়ে শিশু -কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৩১ মে) সকাল ৯ টায় কুড়িগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা শিশু একাডেমিতে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় আগামী প্রজন্মকে সচেতন করার জন্যই এ আয়োজন করা হয়। আগামী ৫ জুন ২০২৪ বিশ্ব পরিবেশ দিবসে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার প্রদান করা হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.