|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরীণ রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন
প্রকাশের তারিখঃ ৩১ মে, ২০২৪
জামালপুরের বকশীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরীণ ১১৫ মিটার রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে।
বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে (৩০ মে) ওই রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত ও পৌরসভার মেয়র ফকরুজ্জামান মতিন।
উদ্বোধনকালে এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডা. আসমা লাবনী, জুনিয়র কনসালটেন্ট ডা. নুজহাত আফরিন, বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) সঞ্জয় সাহা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাখাওয়াত হোসেন সাকা, সাবেক সহসভাপতি নুরুল আমিন ফোরকান, ঠিকাদার আবদুর রাজ্জাক সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
১১৫ মিটার রাস্তার কার্পেটিং কাজটি বাস্তবায়ন করবেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জুঁই এন্টার প্রাইজ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে রাস্তার উন্নয়ন কাজ শুরু করায় বকশীগঞ্জ পৌরসভার মেয়র ফকরুজ্জামান মতিনকে ধন্যবাদ জ্ঞাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.