|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদপুরে নবনির্বাচিত চেয়ারম্যানকে অভিনন্দন
প্রকাশের তারিখঃ ৩১ মে, ২০২৪
ফরিদপুরের সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শামসুল আলম চৌধুরীকে ফুলে শুভেচ্ছা দিয়ে বরণ করলেন বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখা ও তার অঙ্গ সংগঠন নেত্রীবৃন্দ।
এ উপলক্ষে আজ শুক্রবার বিকেলে শহরের নদী গবেষণা ইনস্টিটিউট হতে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শহরের আলিপুরে অবস্থিত হাসিবুল হাসান লাভলু সড়কে আওয়ামী লীগ অফিস কার্যালয়ে এসে হয় পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী,
জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী বলেন, আমাকে উপজেলা পরিষদ নির্বাচনে হারানোর জন্য একের পর এক ষড়যন্ত্র করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনের আগের দিন আমাকে গ্রেফতার করা হয়েছে।তবে আপনাদের ভালবাসায় ও দোয়ায় আমি নির্বাচনে জয়লাভ করেছি এবং সকল ষড়যন্ত্রের জবাব দিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি। আমি ফরিদপুরে সর্বস্তরের জনগণের কাছে কৃতজ্ঞতা পোষণ করছি। এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।
দেখা যায় নবনির্বাচিত চেয়ারম্যান কে বরণ করার জন্য বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.