|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
ফরিদপুরে আবাসিক হোটেলে থেকে তরুণ-তরুণী আটক
প্রকাশের তারিখঃ ৩১ মে, ২০২৪
ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে অবস্থিত আবাসিক হোটেল গার্ডেন ভিউয়ে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অপরাধে ১৬ জন তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩১ মে) বিকাল সাড়ে তিন টার দিকে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শহরের আবাসিক হোটেল গার্ডেন ভিউতে অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরো জানান, অভিযানকালে অসামাজিক কার্যকলাপের দায়ে ১০ জন তরুণী ও ৪ জন তরুণকে আটক করা হয়। এসময় হোটেলের দুই কর্মচারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.