|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে দেওয়াল নির্মাণ করে চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশের তারিখঃ ৩০ মে, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে আদালতের নির্দেশনা উপেক্ষা করে জোরপূর্বক দেওয়াল নির্মাণের অভিযোগ করে মানববন্ধন করেছে ভূক্তভুগী পরিবার। মঙ্গলবার (২৯ মে) উপজেলার ১০নং সলিমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ কাজীপাড়া এলাকার দরবেশ ইউসুফ আলীর বাড়ীর আরিফুল ইসলাম গং এর বিরুদ্ধে নাজমুন্নাহার গং মানববন্ধনে এই অভিযোগ করেন। এ সময় ভূক্তভুগী নাজমুন্নাহার বলেন, দীর্ঘদিন ধরে আমরা দুই পরিবার এই রাস্তাদিয়ে চলাচল করে আসছি। এটি আমাদের এজমালি সম্পতি। আশে পাশে আমারা চার পরিবারের চৌহদ্দী রয়েছে। এই বিষয়ে আদালতে মিস মামলার রায়েও বলা হয়েছে সবার চালাচলের জন্য ৩ ফুট জায়গা উন্মুক্ত রাখার কথা। কিন্তু হারুন গং এই নির্দেশনা উপেক্ষা করে জোরপূর্বক দেওয়াল নির্মাণ করে আমাদের একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। এতে আমরা দুই পরিবার ঘরবন্ধি হয়ে আছি। মানবেতর জীবনযাপন করছি। মানববন্ধনে নাজমুন্নাহারের ছেলে ইকবাল বলেন, অনেক বছর ধরে আমরা রাস্তাটি ব্যবহার করে আসছি। প্রতিবেশী হারুন, আরিফুল ইসলাম ও জাহেদুল ইসলাম স্থানীয় আধিপত্য বিস্তার ও ক্ষমতার অপব্যবহার করে আমাদের চলাচলের রাস্তাটি ইটের প্রাচীর দিয়ে বন্ধ করে দিয়েছেন। আমরা এখন অসহায় হয়ে পড়েছি, বাড়ী থেকে বের হতে পারছি না। পাশের একটি সরু পথ দিয়ে যেতে হয়, যা খুবই কষ্টসাধ্য। আমরা চাই দ্রুত আদালতের নির্দেশে প্রশাসন এই রাস্তা উন্মক্ত করে দিক। এ বিষয়ে জানতে প্রতিপক্ষ জাহেদুল ইসলাম এর সঙ্গে কথা হলে তিনি রাস্তা বন্ধ করে দেওয়ার কথা স্বীকার করে বলেন, ওই পরিবারগুলো ১৮ থেকে ২০ বছর যাবত আমাদের জায়গা দিয়ে চলাচল করতো। আমার মায়ের সঙ্গে কথা বলে চলাচলের রাস্তা উন্মুক্ত করে দেওয়ার কথা চিন্তা করছি বলে জানান তিনি। স্থানীয় ইউপি সদস্য শাহদাত হোসেন বলেন, দীর্ঘদিন যাবৎ তাদের এই সমস্যা বিদ্যমান। প্রতিপক্ষ উশৃঙ্খল, আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়। তারা ইউনিয়ন পরিষদ ও আদালতের কোন নির্দেশনা মানছেনা। আমরাও চাই এর একটা সমাধান। দ্রুত এই চলাচলের রাস্তা উন্মক্ত করে দেওয়া হোক। এ বিষয়ে সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন আজীজ বলেন, এই বিষয়ে কেউ যদি লিখিত অভিযোগ দেয় আমরা ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিবো। আদালতের নির্দেশনা উপেক্ষা করার কারো সুযোগ নেই। এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, এই বিষয়ে থানাকে অভিযোগ বা আদালতের নির্দেশনার কপি থানায় আসলে আমরা আইনি ব্যবস্থা নিবো।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.