|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
বকশীগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৩০ মে, ২০২৪
জামালপুরের বকশীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ৩০ মে বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত। বিশেষ অতিথি ছিলেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র ফকরুজ্জামান মতিন।
এসময় আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আসমা লাবনী, জুনিয়র কনসালটেন্ট (ডেন্টিস্ট) ডা. নুজহাত আফরিন, বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) সঞ্জয় সাহা, পরিসংখ্যানবিদ আব্বাস আলী, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, স্যানিটারি ইন্সপেক্টর মোস্তফা কামাল টিটন, উপজেলা ইপিআই কর্মকর্তা রমজান আলী, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার মওলানা এনায়েত উল্লাহ, সাংবাদিক মনিরুজ্জামান লিমন, হাসানুজ্জামান সজিবসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে ১ জুন দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সারাদেশের ন্যায় বকশীগঞ্জ উপজেলার ১৬৯টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৩২ হাজার শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ২৫ হাজার শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.