|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
পাঁচবিবি এলবিপি সরঃ উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক আতাউর রহমানের যোগদান
প্রকাশের তারিখঃ ২৯ মে, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঐতিহ্যবাহি একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান পাঁচবিবি লালবিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হলেন ওই প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মোঃ আতাউর রহমান। চলতি মাসের ৫ তারিখে প্রমোশন পেয়ে বিদ্যালয়ের আগের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাকিম কাজী অন্যত্র বদলিজনিত কারনে প্রধান শিক্ষকের পদটি শুন্য হয়। এমতাবস্থায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গত ৬’মে/২৪ তারিখ হতে প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক হিসাবে আতাউর রহমানকে প্রধান শিক্ষকের (ভারপ্রাপ্ত) দ্বায়িত্ব প্রদান করেন।
পাঁচবিবি লালবিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আতাউর রহমান জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাটাবুকা গ্রামের মৃত-মকবুল হোসেনের ছেলে। সংসার জীবনে তিনি ৩ পুত্র সন্তানের জনক। ১৯৮৫ সালে নিজ গ্রাম পাটাবুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পাশ করেন। এরপর পাঁচবিবি রাধাবাড়ির ”মহব্বতপুর আমিনীয়া ফাজিল মাদ্রাসা” থেকে ১৯৯১ সালে দাখিল, ১৯৯৩ সালে আলিম ও ১৯৯৫ সালে ফাজিল পাশ করেন। উচ্চ ডিগ্রী অর্জণের লক্ষে তিনি জয়পুরহাট শহরের কড়ই নূরুল হুদা আলিয়া মাদ্রাসা থেকে সফলতার সহিত কামিল পাশ করেন। এরপর শিক্ষা জীবন শেষ করে আতাউর রহমান ২০০২ সালে রাজশাহী সরদহ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসাবে প্রথম যোগদান করেন। ২০০৩ সালে তিনি নিজ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান ”পাঁচবিবি লালবিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে” যোগদান করেন। চলতি মাসের ৬ তারিখ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে তিনি এ প্রতিষ্ঠানের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষকের দ্বায়িত্ব পালন করছেন। এমন গুরু দ্বায়িত্ব পালনে প্রতিষ্ঠানের সকল শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকদের নিকট থেকে সহযোগিতা ও পরামর্শ চেয়েছেন তিনি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.