|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
সুনামগঞ্জের ছাতকে “আনারস” প্রতীকের সমর্থনে গণজোয়ার সৃষ্টি হয়েছে
প্রকাশের তারিখঃ ২৮ মে, ২০২৪
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গোবিন্দগঞ্জ আব্দুল স্মৃতি ডিগ্রী কলেজের সাবেক প্রতিষ্ঠাতা বিপি এবং বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব আওলাদ আলী রেজার "আনারস" মার্কার প্রতীকের সমর্থনে সুনাগঞ্জের ছাতক উপজেলার বিভিন্ন হাট বাজার এবং বিভিন্ন গ্রাম এলাকায় গণসংযোগ ও নির্বাচনী পথসভা করছেন তার কর্মী সমর্থক গোষ্টি।
আর এই গণসংযোগ ও পথসভার ধারা বাহিকতায় আগামী ২৯ মে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আওলাদ আলী রেজার "আনারস" মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে ছাতক উপজেলার ইসলামগঞ্জ বাজার (খাসগাঁও) "আনারস" মার্কার সমর্থনে গত (২৬ মে) রবিবার গণসংযোগ ও নির্বাচনী পথসভা অনুষ্টিত হয়েছে।
উক্ত নির্বাচনী পথসভা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ছাইন মিয়ার সভাপতিত্বে ও আব্দুসান মেম্বারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,এডভোকেট এম ডি মতিউর রহমান নানু (বি কম এ ব্যারিস্টার)।
এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,সাবেক ছাত্রলীগ নেতা,আনোয়ার হোসেন রনি, গোবিন্দগঞ্জ নতুন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুরুজ্জামান
আরও - ফয়জুল করিম,মজিদ ,আব্দুল হক,আলী হাবিব, আব্দুল গনি,
আব্দুল হাসিম,ওসমান গনি ,আফসার আমিন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ছাতকের সর্বত্র এলাকায় আওলাদ আলী রেজার "আনারস" প্রতীকের সমর্থনে গণজোয়ার সৃষ্টি হয়েছে, চেয়ারম্যান পদে "আনারস" প্রতিকে আগামী বুধবার ভোট দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মনোনীত করার জন্য এবং সবার কাছে ভোট প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ছাতক
উপজেলার বিভিন্ন এলাকার আওয়ামীলীগ ,যুবলীগ ,
ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ ও দল মত নির্বিশেষে মান্যগণ্য ব্যক্তিবর্গ সহ হাজার , হাজার জনগণ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.