|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
০১ হাজার পিস ইয়াবা সহ মাদক কারবারিকে আটক করেন ফাজিলপুর হাইওয়ে থানা
প্রকাশের তারিখঃ ২৬ মে, ২০২৪
ফেনীর ছাগলনাইয়ায় ০১ হাজার পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারিকে আটক করেছে ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশ।
শনিবার (২৫ মে) সকাল সাড়ে ১১ টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজকুঞ্জরা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হলো নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার পাকুন্দা এলাকার রাকিবুল হাসান (৪৫)।
পুলিশ সূত্র জানাযায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিকুঞ্জরা নামক স্থানে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী লালসবুজ বাস যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো- ব-১২-২৫৬৬ এর রাকিবুল হাসান নামক এক যাত্রী মাদক বহন করে এমন তথ্য পায় হাইওয়ে পুলিশ। এই তথ্যের ভিত্তিতে ফাজিলপুর হাইওয়ে থানার এএসআই (নিঃ) আলতাফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ বাসের যাত্রীকে আটক করেন। এসময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ০১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফাজিলপুর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ খাঁন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতর বিরুদ্ধে মাদক মামলা আইনে ছাগলনাইয়া থানা হস্তান্তর করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.