|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
ঘুর্ণিঝড় রেমাল কে সামনে রেখে দাকোপের লাউডোব ইউনিয়নে দুর্যোগ ব্যবস্হাপণা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে
প্রকাশের তারিখঃ ২৬ মে, ২০২৪
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে।এটি যে কোন সময় ঘুর্ণিঝড় রেমাল হয়ে দেশের উপকূলে আঘাত হানার কথা বলছে হাওয়া অফিস।ঘুর্ণিঝড় রেমাল কে সামনে রেখে দাকোপের লাউডোব ইউনিয়ন দুর্যোগ ব্যবস্হাপণা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২৬ মে সকাল ১১ টারদিকে লাউডোব
ইউনিয়ন পরিষদ সম্লেলনক্ষে দূর্যোগ ব্যবস্হাপণা কমিটির এ জরুরি সভা অনুষরঠিত হয়।এতে লাউডোব ইউনিয়ন পরিষদেররভারপ্রাপ্ত চেয়ারম্যান নিহার মন্ডলের সভাপতিত্বে লাউডোব ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (পূর্বতন ইউপি সচিব) সুবীর কৃক্ষ দত্ত এর পরিচালানায় প্রধান অতিথি হিসাবে ্উপস্হিত ছিলেন শেখ যুবরাজ।
আলোচনা সভায় অংশগ্রহণকারীগণ ইউনিয়নের বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা তুলে ধরেন, ,দুর্যোগ কালীন সময়ে আবহাওয়ার সংকেত প্রচার, বিপদ সংকেত ও মহাবিপদ সংকেতে লাল পতাকা উত্তোলন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত জনগোষ্ঠী কে আশ্রয় কেন্দ্র নিয়েআসা,আহতদেরকে দ্রুত চিকিৎসা, জরুরী সভা আহবান ও ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ত্রাণ সামগ্রিক বিতরণ বিষয়ে মহড়া দেয়া হয়। তার মধ্যে আর আর এ পি আপডেট করা, জলবায়ু পরিবর্তনে তাদের করনীয় বিষয় সমূহ, সাইক্লোন সেল্টার পরিদর্শন করে সমস্যা সমূহ চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্ৰহণ করা ও ভিত উঁচু করন সহ নতুন সাইক্লোন সেল্টার নির্মাণ করা সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় ্উপ উপস্হিত ছিলেন লাউডোব ইউনিয়নের
সকল সদস্যবৃন্দ,হিসাব সহকারি কাম-কম্পিওটার অপারেটর রাজিব শেখ, এনজিও প্রতিনিধিআদদ্বীন মোঃমিজানুর রহমান,কারিতাসএর তারা বিশ্বাস, ,সিপিপি সদস্য তুষার কান্তি গোলদার,উৎপল সরদার,পরিমল সরকার,নবলোকের সপ্না সরকার, দফাদার গ্রাম পুলিশ, সহ ইউনিয়ন দূর্যোগ ব্যবস্হাপণা কমিটির সদস্য সদস্যা বৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.