|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
রাজনীতি করি জনগণের ভালবাসা নিয়ে”যতদিন বেঁচে থাকবো জনগণের সেবা করে যাবো
প্রকাশের তারিখঃ ২৫ মে, ২০২৪
রাজনীতিতে নাম লেখানোর পর থেকেই শ্রমিক ভাই বোনসহ জনগণের সেবা করে চলছি এবং যতদিন বেঁচে থাকবো জনগণের সেবা করার মাধ্যমে নিজেকে নিয়োজিত রাখবো।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আদর্শকে বুকে ধারণ করে আমি সহ আমার পরিবার আওয়ামী লীগ করি। এবং জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন যেমন সোনার বাংলাদেশেকে সত্যিকার অর্থে সোনায় পরিনিত করা তেমনি তার স্বপ্ন বাস্তবায়নের জন্য আওয়ামী লীগের একজন কর্মী হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করা ও তার পাশে থেকে কাজ করা। যতদিন দেহে প্রাণ থাকবে স্বাধীনতার অপশক্তির বিরুদ্ধে লড়াই সংরাম করা।
এমনি ভাবে সাংবাদিকের সামনে নিজের অভিমত ব্যক্ত করেন জাতীয় শ্রমিকলীগের ফরিদপুর জেলা শাখার সভাপতি, ফরিদপুর মটর ওয়ার্কাস ইউনিয়ন ( ১০৫৫) এর বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, ও ফরিদপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোঃ নাছির। যাকে ফরিদপুর বাসী একজন শ্রমীক নেতা, শ্রমীকদের অহংকার, শ্রমীকদের আর্দশ,শ্রমীকদের সুখ-দুঃখের সাথী হিসাবে চেনেন ও জানেন।
দীর্ঘ দশ বছর পর আগামী ৭ই জুন ফরিদপুর মটর ওয়ার্কাস ইউনিয়ন (১০৫৫) ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৪-২০২৭ এর নির্বাচন অনুষ্ঠিত হবে।এবারে ও গোলাম মোঃ নাছির সাধারণ সম্পাদক পদে খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তারি ধারাবাহিক ধরে সকল শ্রমীক ভাই- বোনদের নিকট দোয়া ও ভোট প্রত্যাশার আশায় গণসংযোগ করে চলছেন। সেই সাথে শ্রমীকদের ও আনন্দের শেষ নেই,কারণ তাদের প্রান প্রিয় নেতার জন্য কাজ করতে পেরে।
চা-দোকান থেকে শুরু করে শহরের বিভিন্ন জায়গায় একটি নাম শুনা যায় গোলাম মোঃ নাছির। অনেক শ্রমীকদের সাথে কথা বললে তাঁরা জানায়, বিপদ আপদে যাকে সর্বদা আমাদের পাশে পায় তাকেই তো আমাদের দরকার। এই গোলাম মোঃ নাছির যদি শুনতে পায় তার কোন শ্রমীক বিপদে পড়েছে, অসুস্থ হয়েছে, তার কাছে দিন আর রাত নেই সাথে সাথে তার পাশে গিয়ে হাজির। খাবার না থাকলে খাবার দিবে, টাকা না থাকলে টাকা দিবে,অন্য কোন বিপদে পড়লে নিজের কথা চিন্তা না করে তাদের উদ্ধার করবে। এবার তিনি বিপুল ভোটে জয় লাভ করবে বলে এরা আশাবাদ ব্যক্ত করেন।
গোলাম মোঃ নাছির বলেন,আমি কখনো নিজেকে নেতা মনে করি না,নিজেকে সর্বদা একজন সাধারণ শ্রমীক মনে করি। শ্রমীকদের কাছে কারো ভাই, কারো মামা, কারো চাচা,কারো ছেলে হয়ে থাকতে বেশী ভালবাসি।আমার প্রত্যাশা অনুযায়ী সবারই প্রত্যাশা পূরণের চেষ্টা করি। কারণ আমি আমার শ্রমীক ভাই-বোনদের কখন কোন কারণে মিথ্যা আশ্বাস দেয় নাই।আমি সেটা করতে পারব ঠিক সেই কাজটি করবো।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.