|| ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৬ই রজব, ১৪৪৬ হিজরি
আল আইনের বিশিষ্ট ব্যবসায়ী আমিরাত সরকার কর্তৃক গোল্ডেন ভিসা পাওয়ার উষ্ণ অভিনন্দন
প্রকাশের তারিখঃ ২৫ মে, ২০২৪
প্রবাসে বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের সাথে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি আমিরাত সরকার প্রবাসীদের মধ্যে গোল্ডেন ভিসা তথা দশ বছরের আমিরাতে বসবাসের সুযোগ করে দিয়েছেন।
আল আইন প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী মিঠু দে আরব আমিরাত সরকার কর্তৃক ১০ বছরে ভিসা পাওয়ায় গতকাল ২৪ শে মে ২০২৪ আল আইন ফ্যালকন হল রুমে নিজ উদ্যোগে প্রবাসীদের নিয়ে এক মিলন মেলার আয়োজন করেন।
আল আইন ব্যবসায়ী মিঠু দে এর সভাপতিত্বে প্রকৌশলী উত্তম হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর শ্রীযুক্তবাবু অদুল কান্তি চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদল রায়, পঙ্কজ ঘোষ, বঙ্গবন্ধু পরিষদ আল আইন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব, গোল্ডেন ভিসা প্রাপ্ত মোহাম্মদ তাজুল ইসলাম, জোসেফ টমাস, সাংবাদিক সনজিত কুমার শীল, প্রদীপ দাশ। সংবর্ধনা অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই মিলন মেলায় আরো উপস্থিত ছিলেন শংকর নাথ, অলক কর্মকার, বিপ্লব দাশ জয়, সুজন শর্মা, ইঞ্জিনিয়ার বিকু রায়, সঞ্জয় পাল, বিষ্ণু শীল, সুজন দাশ, সজল দেবনাথ, উত্তম সূত্রধর, প্রিয়লাল দাশ, উজ্জ্বল দেবনাথ, সুমন পাল, মিন্টু মল্লিক, সমীর শর্মা ,মিহির শর্মা, সহ আরো অনেকে। বক্তারা বলেন এই প্রবাসে হাটি হাটি পা পা করে যারা সুনামের সাথে ব্যবসা করে আসছেন এবং আমিরাতে উদ্যোক্তা হিসেবে কাজ করে যাচ্ছেন তাদের আজকের এই আমিরাত সরকার মূল্যায়ন করে যাচ্ছেন। তাই সবাইকে ব্যবসার প্রতিষ্ঠানের দিকে নজর দিয়ে এদেশে প্রতিষ্ঠিত হতে হলে ব্যবসা প্রতিষ্ঠানে বাড়াতে হবে। যাদের এই প্রবাসে প্রপার্টি রয়েছেন তারা গোল্ডেন ভিসার জন্য আবেদনপত্র জমা দেয়ার সুযোগ রয়েছেন। আমিরাতে গোল্ডেন ভিসা পাওয়ার মধ্য দিয়ে এদেশ সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছেন।
প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন এদেশে উদ্যোক্তা বা প্রপাটি থাকলে অতি স্বত্বর গোল্ডেন ভিসার জন্য আবেদন করে নিবেন। পরে অনুষ্ঠানে আসা অতিথিদের নিয়ে ডিনারের ব্যবস্থা করা হয়।।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.