|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে কৃষি জমি ধ্বংস করে লোকালয়ে বর্জ্য শোধনাগার না করার সুপারিশ
প্রকাশের তারিখঃ ২৪ মে, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরস্থ ৫নং ওয়ার্ডের মৌলভীপাড়া গ্রামে কৃষি জমিতে জাহাজভাঙা শিল্পের বর্জ্য শোধনাগার স্থাপন না করতে স্থানীয় সংসদ সদস্য ও পৌরমেয়র সহ অংশীজনরা সুপারিশ করেছেন।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক অংশীজন সভায় এ সুপারিশ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এস এম আল মামুন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এস এম আল মামুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কৃষি জমিতে কোনো স্থাপনা করার পক্ষে নন। এটি লোকালয়ে করা হলে জনজীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। এটি স্থাপন না করতে আমি সুপারিশ করেছি। আগে মানুষ বাঁচতে হবে, এরপর বর্জ্য শোধনাগার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম। এ সময় তিনি পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম বলেন, পৌরসভার মতো জনবহুল এলাকায় কৃষি জমি নষ্ট করে টিএসডিএফ প্রকল্প স্থাপন করা যৌক্তিক হবে না।
এতে ওই এলাকার জনজীবনে বিরূপ প্রভাব পড়বে। সেই সঙ্গে ইকোপার্কের প্রাণপ্রকৃতি ও জীববৈচিত্র্য অস্তিত্বসংকটে পড়বে। ধ্বংস হবে শত একর কৃষি জমি। একসময় গোটা পৌর এলাকা বসবাসের অনুপযোগী হবে। তাই এখানে এটি স্থাপন বন্ধ করা সর্বস্তরের জনগণের প্রাণের দাবী।
এ ছাড়াও সভায় জাইকা, জাহাজভাঙা শিল্পমালিক, ইকোপার্ক, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, বেজা, কৃষি ও প্রাণীসম্পদ বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা অংশ নেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.