|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে অবৈধভাবে যানবাহন থেকে চাঁদা তোলার সময় আটক দুই
প্রকাশের তারিখঃ ২৪ মে, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মাইক্রোবাস এবং সিএনজি থেকে অবৈধভাবে চাঁদা আদায়কালে মূলহোতা সহ দুইজন চাঁদাবাজকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় পৌরসভার কলেজ রোড মোড়ে অভিযান পরিচালনা করে অবৈধভাবে চাঁদা আদায়কালে তাদেরকে আটক করে র্যাব-৭। আটককৃতরা হলেন, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার পেশকার পাড়া এলাকার আব্দুস সালামের পুত্র মোঃ ইকরাম হোসেন রানা (২২), ও মহাদেবপুর মৌলভীপাড়া এলাকার মোঃ হানিফের পুত্র মোঃ মহিউদ্দিন (২৮)। এ সময় তাদের দেহ তল্লাশী করে তাদের বিভিন্ন গাড়ী হতে আদায়কৃত চাঁদার নগদ ৩ হাজার ৭ শত ২৫ টাকা এবং চাঁদা আদায়ের বিপুল পরিমান ভূয়া রশিদ উদ্ধার করা হয়েছে। র্যাব সূত্রে জানা যায়, তারা পরস্পর জড়িত হয়ে দীর্ঘদিন যাবৎ সীতাকুণ্ড পৌরসভা এলাকায় বিভিন্ন পরিবহন চালকদের ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক অবৈধভাবে নামে বে-নামে ভূয়া রশিদ এর মাধ্যমে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে মাসিক এবং দৈনিক ভিত্তিতে মোটা অংকের অর্থ চাঁদাবাজি করে আসছিল। এছাড়াও উক্ত এলাকায় প্রতিদিন লাইনম্যানরা সকাল-বিকাল দুইটি শিফটে প্রতিটি ট্রাক, মিনি ট্রাক, বাস এবং সিএনজি অটোরিক্সা থেকে প্রতিবার আসা-যাওয়ার সময় ২০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করে। এ বিষয়ে র্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া নূরুল আবছার বলেন, অবৈধভাবে চাঁদা আদায়কালে দুইজন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃত আসামী এবং আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.