"মরণোত্তর"
বেঁচে থাকতে পায়না যারা কাজের সম্মান, মরে গেলে মরণোত্তর পায় তারা মান।
মালা দিয়ে পুষ্প দিয়ে শ্মশান সাজায়, নানা রকম নীতি কথায় সুখ্যাতি গায়।
নানা রকম প্রচারণায় রয় পঞ্চমুখ, দেশ থেকে দেশ দেশান্তরে বিলায় শ্রীসুখ।
নানা ভাবে ব্যাবসা চলে কৌশল কলায়, পরপারে থেকে গুণী আবার হারায়।
মানুষেরী বিবেক জ্ঞানে অবাক অমর, মর্তবাসীর নরলীলায় স্তব্ধ সমর।