|| ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৬ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে কিছু দুর্বিত্ত কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি সাধন
প্রকাশের তারিখঃ ২৪ মে, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন আসবাব পত্র ভাঙ্গচুড় করা হয়েছে।
বিদ্যালয়ের এমন ক্ষতি কে বা কারা করেছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্থানীয়দের নিকট জানতে চাইলে কেউ দেখেনি বা বলতে পারে না।
এমন জঘন্য কাজের সঙ্গে কারা জড়িত তাদের সনাক্ত ও উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। বিশেষ করে কিছুবখাটে প্রায়সি বিদ্যালয়ের বিভিন্ন ক্ষতি সাধন করেই আসছে,তাদের চলাচল অবাধ,গতিবিধি সন্দেহজনক,সাহস করে কিছু বলার উপায় নেই! এরা কনো না কোনো দলের ছত্রছায়ায় এমন অপকর্ম প্রতিনিয়ত করছে।
আবার কেউ না কেউ ব্যাক্তি স্বার্থ হাসিলে এদেরকে ব্যাবহার করতে পারে। থানায় লিখিত অভিযোগে দেখাযায়, ২৩’মে বৃহস্পতিবার প্রতিষ্ঠানে অর্ধ-বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার লক্ষে গত ২২’মে বুধবার শিক্ষক কর্মচারী শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের (রোল-নং) সীট বসায়ে প্রতিষ্ঠান তালা বদ্ধ করা হয়। পরদিন বৃহস্পতিবার যথারীতি সকাল ৯’টায় বিদ্যালয়ে শিক্ষক কর্মচারি এসে দেখতে পায় প্রধান শিক্ষকের রুম বরাবর সিমেন্টের টিন দিয়ে ছাউনী ইট বা শক্ত বস্ত দ্বারা ভাঙ্গা হয়েছে।
ল্যাবরটেরি রুমের জানালার গ্লাস ভাঙ্গা, বারান্দায় রাখা ময়লা ফেলার ও ফুলের টব হিসাবে ব্যবহারের প্লাসটিকের ঝুড়ি ভেঙ্গে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে। লোহার রড বা শাবল দিয়ে বিদ্যালয়ের বিভিন্ন স্থান ভেঙ্গে ক্ষতি সাধন করা হয়েছে। এছাড়া বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসার সময় ছুটির সময় ও রাস্তায় বহিরাগত ছেলেরা মেয়েদের উত্তক্ত করে। এমনকি প্রতিষ্ঠানের ওয়ালে শিক্ষক-শিক্ষার্থীদের নামে কুরুচি পূর্ন মন্তব্য লেখে। প্রধান শিক্ষক এমদাদুল হক বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও সুধীজনদের অবহিত করেন। অপরদিকে থানা পুলিশ বলছেন, সরেজমিন তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.