|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২২ মে, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে কুমিল্লা রিজিয়নের আওতাধীন বারআউলিয়া হাইওয়ে থানার আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মে) সকাল ১১টার সময় বারআউলিয়া হাইওয়ে থানা প্রাঙ্গণে উক্ত ওপেন হাউস ডে’র আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এএসপি মাসুম আলম। এ সময় বারআউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন চন্দ্র ঘোষ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বারআউলিয়া হাইওয়ে থানা কমিউনিটি পুলিশের সভাপতি এস এম মাকসুদুল আলমসহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিত, সড়ক দুর্ঘটনা রোধসহ বিভিন্ন বিষয়াদি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.