|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নজরুল ইসলাম সাত্তার বেসরকারিভাবে নির্বাচিত
প্রকাশের তারিখঃ ২২ মে, ২০২৪
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে নজরুল ইসলাম সাত্তার চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ।
মঙ্গলবার (২১ মে) রাতে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অহনা জিন্নাত ৫৩ কেন্দ্রের ফলাফল গণনা শেষে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নজরুল ইসলাম সাত্তারকে বেসরকারিভাবে চেয়ারম্যান ঘোষণা করেন।
এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মওলানা শাহজালাল ও মহিলা ভাইস চেয়ারম্যান জহুরা বেগমকে বেসরকারি নির্বাচিত ঘোষণা করেন।
চেয়ারম্যান পদে নজরুল ইসলাম সাত্তার ঘোড়া প্রতীক নিয়ে ২৮ হাজার ৮৩৬ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দি আবদুর রউফ তালুকদার মোটরসাইকেল প্রতীক নিয়ে পান ২৭ হাজার ৮০৯ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে শাহজালাল টিউবওয়েল প্রতীক নিয়ে পান ৩০ হাজার ১৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি জাহিদুল ইসলাম জুমান পান ১৫ হাজার ২৭৩ ভোট।
মহিলা ভাইস পদে জহুরা বেগম হাঁস প্রতীক পান ৩০ হাজার ৯৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি আমেনা শেখ পান ১৯ হাজার ৫৯৬ ভোট।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.