|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মুন্সীগঞ্জে চলছে দুই উপজেলা নির্বাচনের ভোট প্রতিযোগিতা
প্রকাশের তারিখঃ ২১ মে, ২০২৪
দ্বিতীয় ধাপে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী ও লৌহজং উপজেলা পরিষদ নির্বাচন। দুই উপজেলায় সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলছে। ১৪৫ টি ভোটকেন্দ্রে
মধ্যে ৬৭ টি কেন্দ্রকে ঝূঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এবারের নির্বাচনে টঙ্গিবাড়ী উপজেলায় মোট ভোটার ৯০ হাজার ২০১ জন ও লৌহজং উপজেলার ১০টি ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৭৯৮। আর দুই উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জনসহ ২৩ প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। বিকাল ৪ টা পর্যন্ত ব্যালটপেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার আসলাম খান জানান, শান্তিপূর্ন ভোট গ্রহন চলছে, ভোটারদের শতস্ফুর্ত আগমন ঘটেছে। পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কেন্দ্রের ভীতরে ও বাহিরে আছেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন।
জেলা প্রশাসক আবু জাফর রিপন বলেন, এ পর্যন্ত যতগুলো খবর পেয়েছি শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন চলছে। সুষ্ঠু, অবাধ ও উৎসব মুখর নির্বাচনের লক্ষে প্রশাসন ও অন্যান্য দপ্তর কাজ করছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.