|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
ফরিদপুরে আরসিসি ড্রেন নির্মান কাজের উদ্বোধন করলেন পৌর মেয়র
প্রকাশের তারিখঃ ২১ মে, ২০২৪
ফরিদপুর শহরের আলিপুর শিক্ষাকেন্দ্র প্রাথমিক বিদ্যালয় হতে ফরিদপুর খাল পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ কাজের প্রকল্পের উদ্বোধন করলেন পৌর মেয়র অমিতাভ বোস।
আজ (২১মে)২৪ইং তারিখ মঙ্গলবার সকাল ১১ টায় শহরের হাসিবুল হাসান লাভলু সড়কের পার্শ্ববর্তী স্থানে উক্ত ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার ১ নং প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিসেস মাসুমা বেগম, বীর মুক্তিযোদ্ধা পাগলা বাবলু খান, স্থানীয়
বাসিন্দা মোহাম্মদ মাহফুজুর রহমান বিকু, আলী আজগর মানিক, রাশেদুজ্জামান, শেখ শাহীন, অজিত গুহ স্বাধীন,মোহাম্মদ তূর্য, মোঃ রেজা হক, ঠিকাদারি প্রতিষ্ঠান রানা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ রানা, সহ গন্যমান্যা ব্যক্তিবর্গ।
জানা যায়, মোট ৯৮ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পে
প্রায় ৪৯৮ ফিট এ ড্রেনটি নির্মাণ করা হচ্ছে। এটি সফল হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো হবে এবং এলাকার জলাবদ্ধতা কমবে বলে স্থানীয় বাসিন্দারা আশাবাদ ব্যক্ত করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.