|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
কলস মার্কা প্রতীক পেয়েছেন পার্বতীপুর উপজেলা পরিষদ নিবার্চনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সহকারি অধ্যাপক (ইংরেজি) সুলতানা নাসরীন এম.এ
প্রকাশের তারিখঃ ২১ মে, ২০২৪
আসন্ন দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে সহকারি অধ্যাপক (ইংরেজি) সুলতানা নাসরীন এম.এ , তিনি পার্বতীপুর থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এবং তিনি পার্বতীপুর উপজেলায় সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছে। দলকে সুসংগঠিত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রর্থী হওয়ায় সকলের কাছে একটি করে কলস মার্কায় ভোট ও দোয়া চেয়েছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণ আমার ঘর, জনগণ আমার সংসার, আমি মনে করি পার্বতীপুর উপজেলার প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ আমার পরিবারের লোক।
প্রিয় এলাকাবাসী, আমি আপনাদের সুলতানা নাসরিন জানিনা আপনাদের বিশ্বাস আস্থা ভালোবাসার প্রতিদান কতটুকু দিতে পেরেছি। আমি সব সময় আমার দৃষ্টিকে সর্বজনীন পর্যায়ে রাখার চেষ্টা করি। আমি আলোতে মুগ্ধ,তবে দুষ্ট না, আলোর উৎস সূর্যে আমার রাতটা আপনাদের সেবায় নিয়োজিত। দিনটাও আপনাদের, আপনারা নিশ্চয়ই জানেন যে আমি সাধারণ মানুষ৷ আমি মুসলিম ঘরের সন্তান নামাজ রোজা হজ্ব যাকাত সহ সর্বোপরি ইসলাম ধর্মের অনুসারী। আমার চাওয়া পাওয়ার কিছু নেই আপনাদের পাশে থেকে সেবা করার আশা নিয়ে সংরক্ষিত উপজেলা ভাইস চেয়ারম্যান এর মত একটি পদে বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন করতে অংশ গ্রহণ করেছি।
আমি নির্বাচন করবো তবে আমার ইচ্ছায় নয় আপনাদের ইচ্ছাই আমার সহমত আপনাদের সেবা করার জন্য একটি বার আমাকে সুযোগ করে দিন। আমাকে সব সময় পাশে পাবেন। আছি আপনাদের পাশে থাকবো। আমি আপনাদের পাশে থাকতে চাই, নাগরিক সেবা পেতে এবং নিজ নিজ মৌলিক অধিকার পেতে কারো কাছে ধর্না দিতে হবে না। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, গীর্জাসহ সকল ধমীয় প্রতিষ্ঠানের দিকে সজাগ দৃষ্টি রাখবো। দুস্ত ছাএছাএী, অসুস্থ রোগী, কন্যাদায়গ্রস্ত, বেকার, যুবক, প্রতিবন্ধী, গৃহহীন, সকলের প্রতি থাকবে আমরা গভীর ভালোবাসা।
তারপরেও বলবো আমার রাজনৈতিক বিষয় নিয়ে যে সার্বিক বিষয়ে যদি কারো কোনো অভিযোগ, অনুযোগ বা পরামর্শ থাকে নির্বিধায় নিঃসন্দেহে বলতে পারেন আমি তা আমার সাধ্য মত সমাধানের চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ।
আসুন একে অপরের সহযোগিতায় সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি এবং সকলের নিকট আমি একটি করে কলস মার্কায় ভোট ও দোয়া চাই ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.