|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে লোকালয় থেকে ব্রিটিশ আমলের গ্রেনেড উদ্ধার
প্রকাশের তারিখঃ ২০ মে, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবিস্ফোরিত ব্রিটিশ আমলের একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রবিবার (১৯ মে) সকাল ১০টার সময় উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ মহানগর এলাকা থেকে গ্রেনেডটি উদ্ধার করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। পরে সিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল সেটির সফল বিস্ফোরণ ঘটিয়েছে। জানা যায়, গত বৃহস্পতিবার ১৬ মে মহানগর গ্রামে পুকুর খননের সময় গ্রেনেডটি পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেন রিপন বলেন, তিন দিন আগে স্থানীয় তমিজ উদ্দিনের বাড়ীর বাগানে আম কুঁড়াতে যায় ৮ বছর বয়সী কয়েকজন শিশু, আগে থেকে ঐ বাড়ীতে একটি পুকুর খননের কাজ চলছিল। তাদের মধ্য থেকে একজন আম কুঁড়ানোর সময় পুকুরের ভেতরে গোলাকার বস্তুটি কুঁড়িয়ে পেয়ে সেটি পানিতে ধুয়ে ধুয়ে শিশুটি তার ঘরে নিয়ে যায়। তিন দিন ধরে ঐ শিশুসহ সহপাঠীরা খেলাও করেছে। সোমবার সকালে স্থানীয় এক ব্যক্তি বস্তুটিকে খেয়াল করে, তার কাছে গ্রেনেডসদৃশ মনে হওয়ায় পুলিশকে খবর দেন। এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন বলেন, সকালে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তুটি গ্রেনেড বলে চিহ্নিত করে, পরে তারা সিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলকে ছবিসহ বার্তা পাঠান। বিকেলে বোমা নিষ্ক্রিয়করণ একটি দল ঘটনাস্থলে আসে। তারা গ্রেনেডটি উদ্ধার করে লোকালয় থেকে আধা কিলোমিটার দূরে খোলা মাঠে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে। বিস্ফোরণের সময় পুরো এলাকা কেঁপে ওঠে। তিনি আরও বলেন, গ্রেনেডটি ব্রিটিশ আমলের তৈরী। পিনের ত্রুটি থাকায় তখন সেটি বিস্ফোরণ হয়নি। সে সময় সম্ভবত গ্রেনেডটি পুকুরটিতে পড়ে। তিন দিন আগে পুকুর খোঁড়ার সময় গ্রেনেডটি পায় শিশুরা। এটি এতই শক্তিশালী ছিল যে বিস্ফোরণে ঘরবাড়ী উড়ে যেতে পারত। উল্লেখ্য যে, এর আগে গত ১৪ মে মঙ্গলবার মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর এলাকায় কবর খুঁড়তে গিয়ে একটি গ্রেনেড পাওয়া গেলেও পরদিন পুলিশ এটি উদ্ধার করে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.