|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় চালক নিহত
প্রকাশের তারিখঃ ১৯ মে, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক সড়কের ডিভাইডারের উপরে উঠে যায়। এসময় একটি কাভার্ডভ্যানও নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাকের পেছনে ধাক্কা দিলে কাভার্ডভ্যান চালক নিহত হয়। শনিবার মধ্যরাতে উপজেলার পৌরসদরস্থ শেখপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি মালবাহী ট্রাক মধ্যরাতে মহাসড়কের সীতাকুণ্ড পৌরসদরস্থ শেখপাড়া এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে উঠে যায়। এসময় একই মুখী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে দুর্ঘটনা কবলিত ঐ ট্রাকের পেছনে ধাক্কা দিলে ট্রাকের পেছনের বডি ও কাভার্ডভ্যানের সামনের অংশ দুমডে-মুচডে গিয়ে কাভার্ডভ্যান চালক গুরুতর আহত হয়। প্রাথমিকভাবে দুর্ঘটনার সংবাদ পেয়ে ৫মিনিট এর ব্যবধানে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহত কাভার্ডভ্যান চালক কে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা-নিরিক্ষা শেষে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত কাভার্ডভ্যান চালক হলেন, কুমিল্লা জেলার চাঁদপুর থানার ফরিদগঞ্জ এলাকার বাসিন্দা মোঃ বাবু (৫০)। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ নূরুল আলম দুলাল বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি মালবাহী ট্রাক মহাসড়কের সীতাকুণ্ড পৌরসদরস্থ শেখপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে উঠে যায়। এসময় একই মুখী একটি কাভার্ডভ্যানও দুর্ঘটনা কবলিত ট্রাকের পেছনে ধাক্কা দিলে ট্রাকের পেছনের বডি ও কাভার্ডভ্যানের সামনের অংশ দুমডে-মুচডে গিয়ে কাভার্ডভ্যান চালক গুরুতর আহত হয়, এসময় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি সেখানে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.