|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে উপজেলা নির্বাচনে প্রচারে অংশ নেয়ায় বিএনপির ২ নেতাকে অব্যাহতি
প্রকাশের তারিখঃ ১৯ মে, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখার পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ গ্রহন করার অভিযোগে ২ বিএনপি নেতাকে দল থেকে অব্যহতি দিয়েছে,উপজেলা বিএনপি। আজ রোববার (১৯ মে) পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরীর যৌথ স্বাক্ষরে দলীয় প্যাডে পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অব্যাহতি প্রাপ্ত নেতারা হলেন উপজেলার বাগজানা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি কায়ছার রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় সিধান্ত অমান্য করে পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে জনৈকা চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ গ্রহণের সু-নিদিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম জানান, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারে অংশ গ্রহন করায় তাদের দল থেকে অব্যাহতি দেওয়া হয়। এর আগে তাদের সর্তক করে পত্র দেওয়া হয়েছিল বলে তিনি জানান।
উল্লেখ্য যে, দ্বিতীয় ধাপে ২১ শে মে মঙ্গলবার পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বদ্ধিতা করছেন। তাদের মধ্যে ৫জনই স্থানীয় আওয়ামীগের বেশ সুপরিচিত নেতা, আর কোন দলীয় পদবহীন ১ জন নারী প্রার্থী । প্রার্থীরা হলেন- উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুনিরুল শহীদ মুন্না (মোটরসাইকেল), জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাহেদুল আলম বেনু ( কৈ মাছ), উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক ( আনারস), যুগ্ম সাধারন সম্পাদক (প্রস্তাবিত কমিটি) সাঈদ জাফর সুমন চৌধুরী (টেলিফোন), একই উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান ও কুসুম্বা ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহবার হোসেন)(দোয়াত কলম)এবং নির্দলীয় নারী প্রার্থী হিসাবে সাবেকুন নাহার শিখা লড়ছেন (ঘোড়া) । প্রতীক নিয়ে।
তারিখঃ ১৯/০৫/২০২৪ইং
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.