|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
স্ত্রীকে পিটিয়ে হত্যার ৩ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার স্বামী
প্রকাশের তারিখঃ ১৮ মে, ২০২৪
কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় ঘাতক স্বামী শ্রী রতিন্দ্রনাথ রায়কে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ মে) সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ। এর আগে গতকাল শুক্রবার ঘটনাটি ঘটেছে উপজেলার মীরের বাড়ী এলাকায়। গ্রেপ্তারকৃত রতিন্দ্রনাথ রায় ওই এলাকার শ্রী মন্টু চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে স্ত্রী বকুল রানীকে পিটিয়ে গুরুতর আহত করে স্বামী শ্রী রতিন্দ্রনাথ রায়। পরে পরিবারের লোকজন গুরুতর আহত স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পরে নিহতের ভাই রাজারহাট থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ ৩ ঘণ্টার মধ্যে ঘাতক স্বামীকে গ্রেপ্তার করে।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, থানায় হত্যা মামলা রুজু হলে মাত্র ৩ ঘণ্টার মধ্যে ঘাতক স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত আসামিকে পুলিশী নিরাপত্তার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.