|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রামে পুরুষ ও কিশোরদের সম্পৃক্তকরণ ও পরিবেশগত তত্ত্বাবধান বিষয়ে কর্মশালা
প্রকাশের তারিখঃ ১৭ মে, ২০২৪
জেন্ডার ট্রান্সফরমেটিভ পরিবেশগত তত্ত্বাবধানে পুরুষ ও কিশোরদের সম্পৃক্তকরণ,অংশীদার সংস্থা এবং স্টেকহোল্ডারদের দক্ষতা উন্নয়ন ইকোমেন প্রকল্পের তত্ত্বাবধানে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ মে(বৃহস্পতিবার) পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট এর আয়োজনে জেলা শহরের দাদা মোড়স্থ একটি বেসরকারি প্রতিষ্ঠানে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধন করেন জেলা এনজিও সমন্বয়ক সৈয়দ ফাহিদ হাসান। আরো উপস্থিত ছিলেন জেলা সমন্বয়ক সুজন মোহন্ত,প্রশিক্ষক এস জেড অপু,রিফাত সরকার ও জান্নাতুল যুঁথী সহ জেলার বিভিন্ন স্থানীয় যুব সংগঠনের সদস্য, স্টেকহোল্ডার ও গনমাধ্যমকর্মীরা অংশগ্রহন করেন।
কর্মশালায় কিশোর ও পুরুষদের সম্পৃক্ত করে পরিবেশ সংরক্ষন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জেন্ডার সমতা,জলবায়ু ন্যাযতা সহ নানান বিষয়গুলো নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
জেলা এনজিও সমন্বয়ক সৈয়দ ফাহিদ হাসান বলেন, বর্তমানে জেন্ডার বৈষম্যতা একটি অন্যতম সমস্যা এবং সমাজে এ বিষয়গুলো নিয়ে খোলামেলা ভাবে আলোচনা করা দরকার। এসব গুরুত্বপূর্ণ বিষয় না আলোচনার ফলে সমাজে নারী পুরুষের মাঝে জেন্ডার বৈষম্য তৈরি হচ্ছে। এর পাশাপাশি বৃক্ষ রোপন এবং কিশোর গ্যাং দমনে সকলের সোচ্চার হওয়া উচিত।’
ইকো-মেন এর টিম লিডার এস জেড অপু বলেন, সমাজে যারা নেতৃত্ব দেন তাদের মাধ্যমে সমাজে নারী পুরুষের বৈষম্য দূরীকরণ নিশ্চিত করতে হবে।তিনি আরও বলেন এক্ষেত্রে যেমন জনপ্রতিনিধিদের ভূমিকা পালন করতে হবে ঠিক তেমনি জনসাধারণের এগিয়ে আসতে হবে।
পরিশেষে সাংবাদিক হুমায়ুন কবির সূর্য বলেন, সমাজে যারা নেতৃত্ব দেন তাদের মাধ্যমে সমাজে নারী পুরুষের বৈষম্য দূরীকরণ নিশ্চিত করতে হবে।তিনি আরও বলেন এক্ষেত্রে যেমন জনপ্রতিনিধিদের ভূমিকা পালন করতে হবে ঠিক তেমনি জনসাধারণের এগিয়ে আসতে হবে। সর্বোপরি তিনি এ অনুষ্ঠানের এর সমাপ্তি ঘোষণা করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.