|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
এসিলেন্ডের হস্তক্ষেপে কচুয়ার মনপুরা উত্তর বিলে ভেকু দিয়ে মাটি কাটা বন্ধ
প্রকাশের তারিখঃ ১৭ মে, ২০২৪
চাঁদপুরের কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নে ৭নং ওয়ার্ডের মনপুরা-নয়াকান্দি উত্তর পূর্ব বিলে সরকারি খাল বন্ধ করে জমির মাটি কাটা ও বিক্রির চেষ্টায় মোবাইল কোর্ট পরিচালনা মধ্য দিয়ে ভেকুটি বিনষ্ট করে মাটি কাটা বন্ধ করা হয়। গত ৩-৪দিন ধরে মনপুরা-নয়াকান্দি গ্রামে সরকারি খাল বন্ধ করে চক মোহাম্মদ গ্রামের ছিকু মিয়ার ছেলে ইউসুফ মিয়া ও মনপুরা গ্রামের আব্দুল মালেকের পুত্র ইউনুস মিয়া ভেকু বসিয়ে মাটি কাটার চেষ্টা চালায়। এতে পার্শ্ববর্তী জমির মালিকগন বাধাঁ দিলে তোপের মুখে পড়েন ইউসুফ ও ইউনুস মিয়া। খবর পেয়ে শনিবার সকালে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধের নির্দেশ দিলেও ভেকু না উঠিয়ে পুনরায় ইউসুফ ও ইউনুস মাটি কাটার প্রস্তুতি নিচ্ছেন বলেও এলাকাবাসী জানান।
স্থানীয় কৃষকরা জানান, ইউসুফ ও ইউনুস মিয়া জমি ,ক্রয়ের নামে সাধারন মানুষকে দীর্ঘ দিন ধরে ঠকিয়ে যাচ্ছেন । তারা উভয়ে ভেকুর ব্যবসা করে রাতারাতি বদলে যাচ্ছেন। যেখানে সেখানে জমি ক্রয় করে ওই জমি থেকে মাটি বিক্রি করে রাস্তা ঘাট ভাঙ্গাসহ সাধারন কৃষকদের ফসলী জমির ব্যাপক ক্ষতি সাধন করে আসছেন। তাদের এই অন্যায়-অত্যাচার থেকে রক্ষা পেতে চিরতরে ভেকু দিয়ে মাটি কাটা ও বিক্রি দ্রুত বন্ধ করতে প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।
এব্যাপারে অভিয্ক্তু ইউসুফ ও ইউনুসের বক্তব্য জানতে ঘটনাস্থলে গিয়ে তাদের পাওয়া যায় নি।
গতকাল বৃহস্পতিবার সকালে আবারও আইন নির্দেশ অমান্য করে ভেকু দিয়ে মাটি কাটার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু এই বিষয় টি খবর পেয়ে ততক্ষণাত ঘটনাস্থলে পৌঁছান কচুয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি। তিনি মনপুরা-নয়াকান্দি বিলে ভেকু দিয়ে মাটি কাটার বিষয়টি মোবাইল কোর্ট পরিচালনা মধ্য দিয়ে তৎক্ষণাৎ ভেকুটি বিনষ্ট করেন।এ ব্যাপারে বাপ্পি দও রনি তিনি জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে ইতিমধ্যে জানিয়েছেন যে ফসলি কৃষি জমির ১ ইঞ্চি মাটি ও কোথাও কেউ নিতে পারবে না,যদি কেউ আইন অমান্য করে তাহলে তাদের প্রতি যথাযথ ব্যবস্থা গ্রহন করার নির্দেশ দিয়েছেন। তাই ওই স্থানে মাটি কাটার অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.