|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
মিরসরাইয়ে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
প্রকাশের তারিখঃ ১৬ মে, ২০২৪
মিরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক জুনুকে আটক করেছে ডিএমপি বনানী থানা পুলিশ।বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় ৭টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।মাহফুজুল হক জুনু খৈয়াছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মসজিদিয়া (চৌধুরী পাড়া) এলাকার আব্দর রঊফের ছেলে।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, ডিএমপির একটি টিম মিরসরাইয়ে অভিযান পরিচালনা করবে এমন একটি ম্যাসেজ দেয়। কী অভিযান, কাকে আটক করবে এ বিষয়ে কিছু বলেনি। আটকের পর জানতে পারি ঢাকার বনানী থানার একটি মামলায় চেয়ারম্যান মাহফুজুল হক জুনুকে আটক করা হয়েছে।চট্টগ্রাম জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ইউপি চেয়ারম্যান নামে বনানী থানায় একটি মামলা রয়েছে। মামলায় তিনি এজাহার নামীয় ১ নম্বর আসামি। তবে এ বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত জানাতে পারেননি তিনি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.