|| ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ২৯শে রমজান, ১৪৪৬ হিজরি
পাঁচবিবি দারুল ইসলাহ একাডেমীর শিক্ষার্থীদের সাফল্য
প্রকাশের তারিখঃ ১৬ মে, ২০২৪
২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে জয়পুরহাটে পাঁচবিবির দারুল ইসলাহ একাডেমী শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিবছরের ন্যায় এবারও সফলতার সহিত পাশ করেছে একাধিক শিক্ষার্থী। ১৯৯৪ সালে শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা পাওয়ার পর থেকেই পরীক্ষায় ভালো ফলাফল করে আসছে শিক্ষার্থীরা। নানান সমস্যা নিয়েই চলছে প্রতিষ্ঠানটি পাঠদান কার্যক্রম। শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকের দাবী সরকারের দেওয়া একটি আধুনিকমানের একাডেমী ভবন একারনে এলাকার অনেক অভিভাবক প্রতিষ্ঠানের সকল শিক্ষকের প্রতি খুশি এজন্য তাদের আদরের সন্তানদের এ বিদ্যালয়ে ভর্তি করান ভালো রেজাল্টের জন্য। আতাউর রহমান লিটন নামের একজন অভিভাবক (এনজিও প্রতিনিধি) বলেন, আমার মেয়েও এ প্রতিষ্ঠান থেকে জিপিও-৫ গোল্ডেন সহ পাশ করেছে। প্রতিষ্ঠানটির সকল শিক্ষক কর্মচারী ভালো যত্বন সহকারে শিক্ষার্থীদের পাঠদান করান। একই সঙ্গে শিক্ষার্থীদের ধর্মীয় আদব-কায়দায় চলাফেরা করার জন্য তাগিদ দেন বলেও জানান তিনি।
দারুল ইসলাহ একাডেমীর প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার বলেন, ২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ৮৩’জন শিক্ষার্থী অংশগ্রহন করে ৮১’জন পাশ করেছে। এরমধ্যে ৩’জন শিক্ষার্থী অধিক নম্বর (১,২২৩) এবং ৫’জন গোল্ডেন প্লাস সহ ১৮’জন জিপিও-৫ সহ পাশ করেছে বলেনও জানান তিনি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.