|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
ক্যান্সার আক্রান্ত স্কুলছাত্রের চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন সুন্দরবন নিউজ টিম
প্রকাশের তারিখঃ ১৬ মে, ২০২৪
খুলনার দাকোপের বাজুয়া খুটাখালী বাজারে
৪র্থ শ্রেনির ছাত্র ক্যান্সারে আক্রন্ত আরিয়ান মন্ডলের সহযোগিতায় এগিয়ে এলেন সুন্দরবন নিউজের একঝাক তরুন সাংবাদিক।
বাজুয়া খুটাখালী বাজারের ভূমিহিন দিনমজুর শুভংকর মন্ডলের একমাত্র পুত্র আরিয়ান দুরোগ্যো ক্যান্সার জনীত রোগে আক্রান্ত হয়ে রাজধানীর মহাখালী ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।তার চিকিৎসা সহযোগিতায় এগিয়ে এসেছে সুন্দরবন নিউজ টিম।সুন্দরবন নিউজ টিমের উদ্যোগে লাউডোব ফেরীঘাট এলাকা থেক সুন্দরবন নিউজের তরুন সাংবাদিকরা হৃদয়'বান ব্যাক্তিদের নিকট থেকে উত্তালন কৃত অর্থ ১৬ই মে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে লাউডোব ফেরী ঘাট চত্তরে আরিয়ানের চিকিৎসার জন্য ২০হাজার ২৫০ টাকা আরিয়ানের মায়ের হাতে প্রদান করেন সুন্দরবন নিউজ টিমের সিনিয়র সাংবাদিক স্বপন কুমার রায়, লাউডোব ইউনায়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিহার মন্ডল, সুন্দরবন নিউজের নির্বাহী পরিচালক রুমান আহম্মেদ, বিপ্লব মন্ডল শেখ রনি, সাংবাদিক মিজানুর রহমান, পাপ্পু সাহা,সাধন আস্চার্য, প্রসেন্জীত রায়, আবুল বাশার,মামুন খান, সহ অনেকে।
তারই ধারাবাহিকতায় স্কুল ছাত্র আরিয়াকে সহযোগিতা করলো সুন্দরবন নিউজটিম। সমাজের বৃত্তবানদেরকেও ক্যান্সারে আক্রান্ত আরিয়ানকে সহযোগীতায় এগিয়ে আসার আহব্বান জানানো হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.