|| ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ২৮শে রমজান, ১৪৪৬ হিজরি
পূবাইলে প্রেমিকা চক্রের ফাঁদে পরে দুই প্রেমিকের মুক্তিপণ,আটক ৫
প্রকাশের তারিখঃ ১৫ মে, ২০২৪
গাজীপুর মহানগরীর পূবাইলের ৪০ নং ওয়ার্ড এর মাঝুখান ও ৪২ নং ওয়ার্ডের পদ হারবাইদ এলাকায় প্রেমিকার পাতা ফাঁদে পরে অপহরণ ও মুক্তিপন আদায়ের ঘটনায় ৫ জন কে আটক করেছে পূবাইল থানা পুলিশ, প্রাথমিক অবস্থায় তাদের পরিচয় সনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পূবাইল থানা পুলিশ,
অভিযোগ সুত্রে জানা গেছে রাহেদুল ইসলাম লায়ন (৩১) ও শাহীন হাসান অন্তত (২৭) নামে দুই যুবকের ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় শারমিন সুমাইয়া (১৯) ও তাকিয়া খানম (১৯) এর সাথে,
পরিচয়ের এক পর্যায়ে শারমিন রাহেদুল কে পূবাইলের মাঝুখান এলাকায় দেখা করতে বলে, সেই কথার সুত্র ধরে ১লা মে সন্ধ্যায় শারমিনের সাথে দেখা করতে আসে রাহেদুল , এ সময় শারমিন রাহেদুল কে পদ হারবাইদ এলাকায় ৫ যুবকের কাছে হস্তান্তর করে কৌশলে পালিয়ে যায় , একই ভাবে, ২৭ এপ্রিল সন্ধ্যায় তাকিয়া খানের সাথে দেখা করতে এসে অপহরণ এর শিকার হয় শাহীন হাসান অন্তত নামে যুবক,
অপহরণের পর দুই যুবকের বাসায় ফোন করে তিন লক্ষ টাকা মুক্তিপন দাবি করে ও শারিরীক ভাবে নির্যাতন শুরু করে, এক পর্যায়ে ভিকটিমের দুই পরিবারের কাছ থেকে মোবাইল ব্যাংক এর মাধ্যমে কে ৮৭ হাজার টাকা ভিকটিমের কাছে থাকা মোবাইল ফোন ও পেনড্রাইভ রেখে দিয়ে পদহারবাইদ এলাকার মনিরের দোকানের কাছে ফেলে দিয়ে আসে অপহরণকারিরা।
পরে গত সোমবার(১৩ ই মে) গোপন সংবাদ এর ভিত্তিতে এসআই উত্তম কুমার, এসআই রফিকুল ইসলাম, এএসআই শফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ পূবাইলের মাঝুখান এলাকা থেকে অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে মনজুরুল ইসলাম হিমেল (২৬), মোঃ রানা (২৫), মোঃ মারুফ (২২), শামীম (৩০), রুবায়েত (২৫) কে আটক করে পুলিশ ,
এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান আসামীদের বিরুদ্ধে ০৩ টি নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.