|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
শারজাহে প্রবাসী শিল্পী সংগঠনের বর্ষপূর্তি উৎসব
প্রকাশের তারিখঃ ১৩ মে, ২০২৪
শারজাহে নিজেদের চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করেছে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী শিল্পীদের সংগঠন ‘বাংলাদেশ শিল্পী সমিতি, সংযুক্ত আরব আমিরাত’।
শুক্রবার শারজাহের একটি হোটেলের বলরুমে আয়োজিত এবারের উৎসব উৎসর্গ করা হয় সদ্যপ্রয়াত কণ্ঠশিল্পী পাগল হাসানকে।
মামুন রেজা ও সোনিয়া সামিয়ার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি জাবেদ আহমদ মাসুম।
প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর।
তিনি বলেন, “আমিরাতসহ মধ্যপ্রাচ্যে দিন দিন জনপ্রিয় হয়ে ওঠছে বাংলা গান। বাংলাদেশি শিল্পকর্মীরা প্রবাসে অন্য কাজের ফাঁকে এসব সংস্কৃতি তুলে ধরে দেশের সমৃদ্ধ ভাণ্ডারকে তুলে ধরছেন ভিনদেশিদের কাছে।”
কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী বলেন, “উৎসবে নব্বই দশককে গানের সোনালি যুগ বলা হলেও বর্তমানে তুলনামূলকভাবে ভাল কাজ কম হচ্ছে। প্রবাসীরাও দেশের সংস্কৃতি লালন করেন বুকের মাঝে, দেশের সাংস্কৃতিক অঙ্গনের মানুষ পেলে মেতে ওঠেন আনন্দে।”
জাবেদ আহমদ মাসুম বলেন, “আমিরাতের নানা প্রদেশে শতাধিক শিল্পীরা বিচ্ছিন্নভাবে কাজ করছেন। প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে দেশের সংস্কৃতি জানান দিতে বাংলাদেশ শিল্পী সমিতির চেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকবে।”
উৎসবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম, আবু জাফর চৌধুরী, মাহাবুব আলম মানিক ও ইয়াসমিন কালাম মেরুনা।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.