|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
বকশীগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান এর উদ্বোধন
প্রকাশের তারিখঃ ১৩ মে, ২০২৪
জামালপুরের বকশীগঞ্জে চলতি মওসুমের অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু হয়েছে।
সোমবার (১৩ মে) দুপুরে উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত।
উদ্বোধনকালে এসিল্যান্ড আসমা উল হুসনা, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহীনা আক্তার ও মিল মালিক আবু সাইদ উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, চলতি মওসুমে লটারীর মাধ্যমে নির্বাচিত কৃষকের কাছ থেকে ৩২ টাকা কেজি দরে এক হাজার ৩৭৫ মেট্রিক টন বোরো ধান ও ৪৫ টাকা কেজি দরে ৬৫৪ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.