|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেফতার-১
প্রকাশের তারিখঃ ১৩ মে, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবিতে একাধিক মামলার আসামী ধরন্জি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ লাদেন (২২) কে ডাকাতির প্রস্তুতি মামলায় পুলিশ গ্রেফতার করেছে। সে পাঁচবিবি উপজেলার দৈবকনন্দনপুর গ্রামের মোঃ বাবুল হোসেনের পুত্র। পুলিশ ও মামলা সূত্রে জানাযায়,গত ৫ এপ্রিল পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের চাঁনপাড়া এলাকার সাথী-৩ আলুর ষ্টোরের পশ্চিম পার্শ্বে আমিরুল ইসলামের বাঁশ ঝাড়ে বসে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের লকনাহার গ্রামের ওয়াহেদ আলীর পুত্র আবির হোসেন (৩০), বাগজানা ইউয়িনের সোনাপুর গ্রামের শাহিনের পুত্র আবু হাসান (২২) ও জয়পুরহাট সদর উপজেলার জামালগঞ্জের আব্দুর রহমানের পুত্র আরমান (২৫) সহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে একটি ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করা হয়। মামলা নং-৬৫৪/২৪ । সে মামলায় অজ্ঞাতনামা ১৪-১৫ জনকে আসামী করা হয়। পরবর্তীতে ধৃত আসামীদের মধ্যে ২জনের দেয়া তথ্যের ভিত্তিতে গত রবিবার রাতে থানার এস আই মামুন সঙ্গীয় ফোর্সসহ লাদেনকে পাঁচবিবি থানা এলাকা থেকে গ্রেফতার করে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (তদন্ত) মোঃ হাবিবুর রহমান জানান, লাদেনের নামে জয়পুরহাট ও পাঁচবিবি থানায় মাদকসহ ৪টি মামলা রয়েছে।
জানা গেছে, লাদেন বর্তমানে ধরঞ্জি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছে। আজ সোমবার দুপুরে পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে । লাদেনের মা মোছাঃ সোহাগী বেগম জানান, আমার ছেলে বিএনপি’র রাজনীতির সাথে জড়িত থাকায় তাকে একের পর এক বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.