|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
জয়পুরহাট র্যাব-৫ কর্তৃক পর্ণগ্রাফি সংরক্ষণ সরবরাহ ও বিক্রয়ের অভিযোগে গ্রেপ্তার – ৭
প্রকাশের তারিখঃ ১৩ মে, ২০২৪
নওগাঁর পত্নীতলার বটতলী বাজার এলাকায় পর্ণগ্রাফি সংরক্ষণ, সরবরাহ ও বিক্রয়ের সময় ৭ জন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিসি-৩ জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা। শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলো,পত্নীতলা উপজেলার বদলপুর গ্রামের বিরেন চন্দ্র মন্ডলের পুত্র শ্রী কৃষ্ণ বাবু (২৮), একই গ্রামের জিল্লুর রহমানের পুত্র মোকছেদুল মমিন (২৫), বন্দীনাথের পুত্র মনষা (২৮), মধইল গ্রামের ছাইফুল ইসলামের পুত্র মোঃ করিম (২৩), গুটিন গ্রামের আব্দুল গাফফারের পুত্র আল আমিন (২১), একই গ্রামের জয়রাম উরাওয়ের পুত্র অনুকুল (২৮) ও মানাষী গ্রামের সাইদুল ইসলামের পুত্র ফরিদুল ইসলাম (২২)। রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে
র্যাব জানান, তারা বটতলী বাজার এলাকায় তাদের দোকানের নিজস্ব কম্পিউটারের হার্ডডিস্কে অশ্লীল সিনেমা ও ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুল পডুয়া ছাত্রদের কাছে সরবরাহ করত। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি তদন্ত শুরু করে তদন্তে এর সত্যতা পাওয়ায় তাদের নিজ দোকানে অভিযান চালিয়ে পর্নো ব্যবসায়ীদেরকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.