|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
অভিষেক বন্দোপাধ্যায় এর সমর্থনে ডা:হা: বিধানসভার পর্যবেক্ষক সামীম আহমেদ এর নেতৃত্বে মশার্ট খাজের পোল থেকে সোনামুখী পর্যন্ত বিশাল বাইক মিছিল
প্রকাশের তারিখঃ ১৩ মে, ২০২৪
গত দু বারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় এবার জয়ী হলে হ্যাটট্রিক হবে, লক্ষ্য গত লোকসভা ভোটে জয়লভের মার্জিনকে বাড়ানো। আর সেটা বাস্তবে পরিণত করার জন্য প্রখর রোদকে অপেক্ষা করে অভিষেক বন্দোপাধ্যায় এর সমর্থনে ডায়মন্ড হারবার বিধানসভার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক সামীম আহমেদ এর নেতৃত্বে পশ্চিম বঙ্গে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লক এলাকা জুড়ে বাইক মিছিল বের করেন। জনা যায় মশার্ট খাজের পোল থেকে সাতটি অঞ্চল পরিক্রমা করে সোনামুখী পর্যন্ত এসে কয়েকশো বিশাল বাইক মিছিল শেষ হয়। ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামীম আহমেদ সহ উপস্তিত ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার, জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা জেলা পরিষদের সদস্যা মনমহিনী বিশ্বাস,রাজ্য প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি শিক্ষক নেতা মইদুল ইসলাম,ডায়মন্ড হারবার ১নম্বর ব্লকের যুব সভাপতি গৌতম অধিকারী সহ অন্যান্য নেতৃত্ব প্রমুখ। এখন গ্রামে সাধারণ খেটেখাওয়া মানুষ ব্যাস্ততার মধ্যে কিন্তু তা সত্বেও আজকের মিছিলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উচ্ছাস উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। শামীম আহমেদ বলেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের বিকল্প আর কেউ নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের লোকসভা কেন্দ্রে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাধারণ মানুষের জন্য যে সকল প্রকল্প গুলি চালু করেছেন তার থেকে মানুষ যা সুবিধা পেয়েছে সেটাই আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্যই আজকের এই বাইক মিছিল। তাই দীর্ঘকাল ধরে আমাদের নেতা অভিষেক অভিষেক বন্দোপাধ্যায় এর দেওয়া এই সুবিধা যাতে ডায়মন্ড হারবার লোকসভা এলাকার পাশাপাশি আমাদের ডায়মন্ড হারবার বিধানসভা এলাকার মানুষ ভোগ করতে পারে তারই বার্তা দেওয়া হয় আজকের এই মিছিল থেকে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.