|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
সাংবাদিক খালেদ পেলেন শেরেবাংলা পদক
প্রকাশের তারিখঃ ১২ মে, ২০২৪
সুনামগঞ্জের ছাতক অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান খালেদকে শেরে বাংলা একে ফজলুল হক পদক দেওয়া হয়েছে। অনলাইন সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় তাকে এ পদকে ভূষিত করা হয়। শুক্রবার বিকেলে শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন ভিআইপি অডিটোরিয়ামে শেরেবাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি, সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচারপতি মোহাম্মদ ছিদ্দিকুর রহমান মিঞার হাত থেকে শেরে বাংলা একে ফজলুল হক পদক তিনি গ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন লেফটেন্যান্ট জেনারেল অব এম হারুন অর রশিদ বীর প্রতীক।
সাবেক তথ্য সচিব ও বিটিআরসি'র চেয়ারম্যান, সংগঠনের প্রধান উপদেষ্ঠা সৈয়দ মার্গোব মোর্শেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, শেরেবাংলা একে ফজলুল হক গবেষনা পরিষদ এর চেয়ারম্যান সেলিনা আক্তার।
অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে অবদান রাখায় প্রায় ৮০জন গুনীজনদের হাতে শেরে বাংলা পদক তুলে দেওয়া হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.