|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে কড়িয়া মাদ্রাসা দাখিল পরীক্ষায় এবারও জেলার শীর্ষে
প্রকাশের তারিখঃ ১২ মে, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা দাখিল পরীক্ষায় সদ্য প্রকাশিত ফলাফলে এবারও জেলার মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে। প্রতিষ্ঠানটি বিগত ৪ বছর ধরে দাখিল ও আলিম পরীক্ষার ফলাফলে জয়পুরহাট জেলায় শীর্ষ অবস্থানে রয়েছে।
মাদ্রাসা সুত্রে জানা যায়, ২০২৪ সালের এ মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় ৪১ জন অংশ গ্রহণ করেন। চলতি বছরের ফলাফলে অত্র মাদ্রাসা থেকে ২১ জন শিক্ষার্থী জিপিএ ৫ সহ শতভাগ পাশ করেছে। জিপিএ ৫ প্রাপ্ত ২১ জন শিক্ষার্থীদের মধ্যে ২০ জনই ছাত্রী। সার্বিক ফলাফল দেখা যায়, বিজ্ঞান বিভাগে অংশগ্রহণ করেন ২৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ১৭জন জিপিএ ৫ ও ৭ এ গ্রেড । সাধারণ বিভাগে অংশগ্রহণ করেন ১৭ জন শিক্ষার্থী। যার মধ্যে ৪ জন জিপিএ-৫, ৯ জন এ গ্রেড ও ৪ জন শিক্ষার্থী এ মাইনাস পেয়ে উত্তীর্ন হন। এমন ফলাফলে উত্তীর্ণ শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায় ।
মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আনিছুর রহমান বলেন, শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টা ও টিম ওয়ার্কের কারণে এমন ফলাফল সম্ভব হয়েছে। এজন্য তিনি অভিভাবকদের সচেতনাকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও অত্র মাদ্রাসা এমন ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.