|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
৬১ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্প
প্রকাশের তারিখঃ ১০ মে, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১টি মিনি পিকআপের বডির ভিতরে রক্ষিত ৬১ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।
বৃহস্পতিবার (৯ মে) বিকেলে ৪ টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর দিঘীর পশ্চিমপাড় একাকার লক্ষীন্দর ভৌমিক এর গ্যারেজের সামনে থেকে ৬১ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন নাটালের মোড়ে অবস্থানকালে (৯ মে) বিকাল সাড়ে ৩ টার দিকে গোপনসূত্রে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে মিনি পিকআপযোগে ঢাকা-সিলেট মহাসড়কে মাদকের একটি বড় চালান নিয়ে ব্রাহ্মণাবাড়িয়া জেলার সরাইল থানা এলাকার শাহবাজপুর দিঘীর পশ্চিমপাড় গ্রামের লক্ষীন্দর ভৌমিক এর গ্যারেজের সামনে ইটের রাস্তার উপর অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মোঃ ফাহিম ফয়সাল এর নেতৃত্বে একটি আভিযানিক দল বিকেল ৪ টার দিকে ঘটনাস্থলে পৌছাইলে র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামিরা গাঁজাসহ গাড়িটি রেখে পালিয়ে যায়। এ সময় উক্ত স্থানের স্থানীয় লোকজনের সম্মুখে মিনি পিকআপের মধ্যে অভিনব কায়দায় রক্ষিত বডির পাটাতনের ভিতর থেকে ৬১ কেজি গাঁজা এবং নীল হলুদ রঙ্গের ১ টি মিনি পিকআপ উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক ও অজ্ঞাত আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.