|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে সাত বছরের শিশু ধর্ষণের ঘটনায় মামলার আসামী গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ১০ মে, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে ৭ বছরের কন্যাশিশুকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামী মোঃ সেকান্দর প্রকাশ ছুট্টু (৬১) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যা ৭টার সময় উপজেলার ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকা থেকে শ্রমিকের ছদ্মবেশ ধারণ করে তাকে গ্রেপ্তার করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী মোঃ সেকান্দর প্রকাশ ছুট্টু বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকার মৃত রুহুল আমিনের পুত্র। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল সন্ধ্যায় বাড়ীর উঠানে খেলাধুলা করছিল সাত বছরের শিশুকন্যাটি। এ সময় শিশুটিকে কৌশলে ডেকে বাড়ীর পাশের গোয়ালঘরে নিয়ে যান ছুট্টু। এরপর শিশুটির মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন। এরপর শিশুটিকে ভয় দেখান বিষয়টি কাউকে না জানাতে। তবে ঘটনার কিছুদিন পর স্কুল খুললে শিশুটি তার সহপাঠীদের বিষয়টি বলে। এ ঘটনার পর সহপাঠীরা বিষয়টি তার মাকে জানালে তারা শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যান। সেখানে শিশুটির পরীক্ষা-নিরীক্ষার পর তারা গত ৮ মে রাতে মোঃ সেকান্দর প্রকাশ ছুট্টুকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন বলেন, মামলার পর ধর্ষক মোঃ সেকান্দর প্রকাশ ছুট্টুকে আটক করার লক্ষ্যে শ্রমিকের ছদ্মবেশে বাড়বকুণ্ড এলাকায় ঘুরতে শুরু করে পুলিশ। বৃহস্পতিবার রাতে ছুট্টু বাড়ীতে এলে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ছুট্টু শিশু ধর্ষণের সত্যতা স্বীকার করেন। তাকে ধর্ষণ মামলায় আটক দেখিয়ে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.