|| ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে প্রেসিডেন্ট’স্ স্কাউটস্ অ্যাওয়ার্ড প্রস্তুতি ক্লাস অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১০ মে, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবিতে বয়েজ উদ্দিন আহমেদ মুক্ত স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত ১দিন ব্যাপী প্রেসিডেন্টস্ স্কাউটস্ অ্যাওয়ার্ড পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস-২০২৪ আজ ১০মে রোজ শুক্রবার সকালে বটতলী দারুল ইসলাহ্ একাডেমী কক্ষে অনুষ্ঠিত হয়। এতে ক্লাস পরিচালনা করেন,উক্ত স্কাউট গ্রুপের সভাপতি শিক্ষিকা নাসরিন আক্তার জুন।
আরো উপস্থিত ছিলেন,স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন,প্রশিক্ষক আব্দুল হাই, আব্দুল মান্নান, সদস্য আমিনুল ইসলাম, মেজবাহ ও জাকারিয়া প্রমুখ। সভাপতি নাসরিন আক্তার জুন জানান,এই প্রস্তুতি ক্লাসে অংশ নিচ্ছে ৫৫ জন স্কাউটস। এর মধ্যে আঞ্চলিক পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে ২৮ জন। গত বছর আমাদের পাঁচবিবি থেকে ২জন প্রেসিডেন্ট'স্ স্কাউট অ্যাওয়ার্ড পেয়েছে। এ বছরও আমরা তার জন্য প্রস্তুতি নিচ্ছি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.