|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
নারী সমর্থ্য উন্নয়নে সুশিলন (স্বপ্ন প্রকল্প ২) আওতায় রাস্তা সংস্কারের কাজের শুভ উদ্বোধন।
প্রকাশের তারিখঃ ১০ মে, ২০২৪
মোঃ হাফিজুল ইসলাম শান্ত পটুয়াখালী গলাচিপা রিপোর্টার।
পটুয়াখালী গলাচিপা উপজেলার ১১নং চরকাজল ইউনিয়নে উৎপাদনশীল ও সম্ভাবনাময় কাজের সুযোগ গ্রহণে নারী সমর্থ্য উন্নয়ন সুশীলন এনজিও (স্বপ্ন প্রকল্পের ২) আওতায় রাাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
১১নং চর কাজল ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে মোট তিনটি প্রকল্পের মোট ৩৬জন হতদরিদ্র নারী নিয়োগ দেওয়া হয়েছে।
রোজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার চর কাজল ইউনিয়নের চৌরাস্তা থেকে খালেক মাস্টার বাড়ি পর্যন্ত,কাঁচারাস্তা সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ১১ নং চর কাজল ইউনিয়নের মোঃ হাবিবুর রহমান মোল্লা। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন (স্বপ্ন প্রকল্প ২) সভাপতি ৭'৮'৯নং ওয়ার্ড মহিলা সংরক্ষিত ইউপি সদস্য মোসাম্মৎ তাসলিমা বেগম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোহাম্মদ মিজানুর রহমান ,মোঃ রিকুচ,মোসাম্মৎ শাহনাজ বেগমসহ স্থানীয় সূধিবৃন্দ ও গ্রামবাসীরা।
স্থানীয়রা জানান, গ্রামীণ জনপদের এ কাঁচা সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছিল। সড়কটি সংস্কার হলে যান চলাচলের উপযুক্ত হবে আমরা উপকৃত হব। তারা সড়কটির সংস্কার কাজে বেশ খুশি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.