|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
বগুড়া শেরপুরে বাংলাদেশ তাঁতী লীগের উপজেলা কমিটি গঠন
প্রকাশের তারিখঃ ৯ মে, ২০২৪
বগুড়ার শেরপুরে মো. শাহ আলমকে সভাপতি ও মো. জাহাঙ্গীর আলম রকিকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট উপজেলা তাঁতী লীগের আংশিক কমিটির ঘোষণা দিয়েছে বগুড়া জেলা কমিটি।
গত মঙ্গলবার (৭ মে) বগুড়া জেলা তাতীঁ লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (৮ মে) সন্ধ্যায় নবনির্বাচিত কমিটির সদস্যরা শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ সারওয়ার রহমান মিন্টুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি মো. আব্দুল হাকিম রতন, যুগ্ম সম্পাদক শ্রী শঙ্কর চন্দ্র রায় ও সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল নূর।
তাদের আগামী ১ মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে জমা দেয়ার জন্য বলা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.