অসীম গগন মাঝে উর্বশীরা উড়ে যায়, চম্পক বরণ পাখা রূপে গুণে অঙ্গে মাখা অলকা বিমলা কায়া সোনার নূপুর পায়।
রজনী দুপুর হলে প্রদীপ জ্বালায়ে ঘরে, সুমধুর শব্দ সুরে, নিখিল অনন্ত পুরে, সুরধুনী সুরে গায় নিস্তব্ধ অবনীপরে।
ক্ষণেতে ক্ষণেতে দীপ খসে পরে বৃক্ষশাখে, বিটপী পল্লব গায়, যৌবন উথলে যায়, ব্রাহ্মণ তপস্বী যেন কুড়ায়ে অঙ্গেতে মাখে।।